মোঃ মিটন মিয়া, মাধবপুর : মাধবপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) অনলাইন প্লাটফর্ম জুম কনফারেন্স এর মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভা চলমান অবস্থায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এছাড়া আইন শৃঙ্খলা কমিটির সভায় স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা, মাধবপুর উপজেলার মাদক পরিস্থিতি, টাস্কফোর্স অভিযান, অপরাধ দমনসহ বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় অনলাইনে প্লাটফর্ম জুম কনফারেন্স সভায় যুক্ত ছিলেন, মাধবপুর উপজেলার চেয়ারম্যান শাহজাহান, মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব তাসনূভা নাশতারানাসহ, অন্যান্য নেতৃবৃন্দ।