মাধবপুরে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 25 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান

Link Copied!

 

পিন্টু অধিকারী মাধবপুর : মাধবপুর উপজেলায় বিভিন্ন দুর্যোগে অসহায় হয়ে পড়া ১ হাজার ২৬০টি পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান অসহায় দুস্থ মানুষের মধ্যে এসব ঈদসামগ্রী বিতরণ করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূবা নাশতারাণ, হবিগঞ্জ পৌর সভার সাবেক মেয়র আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য শহিদ উদ্দিন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুল ইসলাম, ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উদ্দিন আহমেদ, নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ জাবেদ প্রমুখ উপস্থতি ছিলেন।

 

ছবি: ঈদ সামগ্রী বিতরণ করছেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান

 

শনিবার সকালে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন ও নয়াপাড়া ইউনিয়নে ১ হাজার ২০০ পরিবারেকে ঈদ উপহার হিসেবে চল, ডাল, তেল, সেমাই ও চিনি বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া জেলা প্রশাসক মো. কামরুল হাসানের উদ্যেগে বন্যায় ক্ষতিগ্রস্থ মাধবপুর উপজেলার আতকাপাড়া গ্রামে ৬০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

মাধবপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মাসুদুল ইসলাম “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হবে।