মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে অসহায় খেটে খাওয়া মানুষ ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইকবাল মিয়া নামে এক পাখি ব্যবসায়ী। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জন জীবন যখন বিপর্যস্ত, অঘোষিত লক ডাউন চলায় খাবারের অভাবে দিশেহারা হয়ে যাচ্ছে সাধারণ মানুষ।ঠিক তথনি তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই মানুষটি।
খেটে খাওয়া মানুষ খাবারের অভাবে মানবেতর জীবন যাপন করছে। সরকারের পাশাপাশি অসহায়দের খাবারের ব্যবস্থায় নিজেকে নিয়োজিত করেছেন ইকবাল মিয়া। তিনি উপজেলার জগদিশপুর ইউনিয়নের এলাকার মুরব্বীদের নিয়ে তার ব্যাক্তিগত উদ্যাোগ ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।