মাধবপুরে অসহায়দের পাশে দাঁড়িয়েছে মৌমাছি ক্লাব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 3 April 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে অসহায়দের পাশে দাঁড়িয়েছে মৌমাছি ক্লাব

Link Copied!

মাধবপুর প্রতিনিধি :  করোনা ভাইরাসের কারণে মানুষ যখন ঘর বন্দি। তখন একজাঁক  তরুন গরীব দু:খী মানুষের পাশে দাঁড়িয়েছেন মাধবপুরের মৌমাছি নামের একটি সামাজিক সংগঠনের সদস্যরা।

ছবি : অসহায় এক লোকের হাতে খাদ্য সামগ্রী তোলে দিচ্ছেন মৌামাছি ক্লাবের সদস্যরা

শুক্রবার (৩এপ্রিল) দুপুরে এ থাদ্য সামগ্রী বিতরণ করেছে তারা। মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়নের মৌমাছি ক্লাবের সকল সদস্যরা নিজেদের অর্থায়নে প্রায় ১০০ পরিবারকে ৫ কেজি চাউল ১ কেজি তেল,২ কেজি আলু, ১ কেজি পেয়াজ তুলে দিয়েছে অসহায়দের হাতে ।

এছাড়া বুল্লা গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে ঘরে থাকার ও হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন‍্য
সচেতনতামুলক প্রচার কাজ ও করেছে মৌমাছি ক্লাবের সদস্য।