মাধবপুরে অযত্নে অবহেলায় মহিলা সংস্থার সরকারি অফিস : কেউ নেই দেখার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 18 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে অযত্নে অবহেলায় মহিলা সংস্থার সরকারি অফিস : কেউ নেই দেখার

Link Copied!

ইয়াছিন তন্ময় :   মাধবপুরের জগদীশপুরে অবস্থিত জাতীয মহিলা সংস্থার সরকারি অফিস ভবনের বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই অফিসটি। নেই কোন অগ্রযাত্রা। নেই কোন কার্যক্রমও। বোবার মত দাঁড়িয়ে আছে অফিস ভবনটি। দেখার যেন কেউ নেই। সরেজমিনে রোববার (১৭মে) গিয়ে দেখা যায়, ভবনের তিনটি রুম তালাবদ্ধ। আর বাকি দুই রুমে বসবাস করছে একটি পরিবার। রাত হলে এর আশেপাশে অপরাধীদের মিলন মেলায় পরিণত হয়। এলাকাবাসী সুত্রে জানা যায়, ২০১৭ সালে ভবনটির অফিস কক্ষে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ছবি : বেহাল অবস্থায় পরে রয়েছে মাধবপুরের জগদীশপুরের জাতীয় মহিলা সংস্থার সরকারি অফিস

তালাবদ্ধ ঘরে দিনদুপুরে অঘ্নিকান্ডে সাতটি সেলাই মেশিন, চারটি তাপ মেশিন, একটি জিকজাক মেশিন, একটি এমব্র্রয়ডারি মেশিন, সাতটি স্টিলের আলমারিসহ ২০ লাখ টাকার ক্ষতি হয় ।এ ঘটনায় শুধু মাত্র একটি জিডি করা হয়ে ছিল মাধবপুর থানায়।

ছবি : জাতীয় মহিলা সংস্থার সাইনবোর্ডই সব । নেই কোন কার্যক্রম

সাইফুল নামে স্থানীয় বাসিন্দা দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, অগ্নিকান্ডের ঘটনার আগে এই অফিস থেকে এলাকার নারীদের হস্তশিল্পের নানা প্রশিক্ষন দেওয়া হত। কিন্তু গত ৩ বছরে এর নেই কোন কার্যক্রম। অন্য আরেকজন বাসিন্দা পারভিন বেগম জানান , জগদীশপুর মহিলা সংস্থা অফিস থেকে নারীদের ক্ষুদ্র ঋন দেওয়া হত । সেলাই,কাজ সহ নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হত। কিন্তু বর্তমানে এর কার্যক্রম বন্ধ । অফিস ভবনটি ও পরে আছে অযত্নে অবহেলায়।  কর্তৃপক্ষ রাখছে না কোন খেয়াল। মহিলা সংস্থার ভবনটি মেরামত করে পুনরায় চালু করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ও স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান ।

এই বিষয়ে মাধবপুর উজেলার নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান এর সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান,মহিলা সংস্থার এই অফিস সম্পর্কে আমার কোনো কিছু জানা নেই। বিস্তারিত জেনে পরে জানাতে পারব।