ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে মাদক পাচারকারী আটক

জাকির হোসেন,মাধবপুর
জানুয়ারি ২৬, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে ডিমের ক্যারেট ও কাপড়ের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে গাঁজা পাচারের সময় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬শে জানুয়ারি) বিকেল সাড়ে তিন ঘটিকায় উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো:আরিফ হোসাইন এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী ইউনিয়নের তিনগাওঁ এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ মো: রতন মিয়া (২৮) ও মো:রিপন মিয়া (২১) নামে দুই যুবককে গ্রেফতার করে।

রতন মিয়া মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো:মোহন মিয়ার পুত্র এবং রিপন মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বনগ্রাম এলাকার মো:আলতো মিয়ার পুত্র।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্র্রস্তুতি চলছে।

Developed By The IT-Zone