মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারে মাইক্রোসহ পাচারকারী গ্রেপ্তার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 19 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারে মাইক্রোসহ পাচারকারী গ্রেপ্তার

Link Copied!

 

মোঃ জাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জ মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় মাইক্রোবাস সহ পাচারকারী কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) ভোর রাতে মাধবপুর থানার অন্তর্গত কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার গুনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২’টি বালিশের ভিতর লুখিয়ে রাখা অবস্থায় ৬ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস আটক করে। পরে মাইক্রোবাস তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।

 

ছবি: আটক ছালেক মিয়া (৩৫) ও মাইক্রোবাস

 

এসময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে পৌর শহরের গুমুটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ছালেক মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়।

এ সময় তার ২’সহযোগী পালিয়ে যায়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম সত্যতা নিশ্চিত করেছেন।