মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সংরক্ষিত বনাঞ্চলের কাছে অবৈধ করাত মিল বসানোর অপচেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। স্হানীয় সূত্রে জানা যায়,বন বিভাগের রঘুনন্দন রেঞ্জের পাঁচ কিলোমিটারের মধ্যে তেলিয়াপাড়া চা বাগান ও সুরমা চা বাগানের দুই কিলোমিটারের মধ্যে এবং তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে ৫০ গজ দুরে জমি বন্ধক নিয়ে একটি অবৈধ করাত মিল বসানোর অপচেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল।
সোমবার ( ২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বন বিভাগের রঘুনন্দন রেঞ্জের বিট অফিসার হারুনর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করে উপস্থিত শ্রমিকদের কাজ বন্ধের নির্দেশ প্রদান করেন এবং পরবর্তীতে করাত মিল স্হাপনের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেন । এসময় মালিক পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। পরে তিনি তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মোস্তফা’কে মৌখিক ভাবে বিষয়টি অবগত করেন।এব্যাপারে হবিগঞ্জ বন বিভাগের এসিএফ আল মামুন জানান, সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের মধ্যে কোন করাত মিল স্হাপন সম্পুর্ণ অবৈধ। এই করাত মিল স্হাপনের কোন অনুমোদন নেই। যতবড় প্রভাবশালী হোকনা কেন আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।