পবিত্র দেব নাথ মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে অবৈধ করাত বন্ধ ও যন্ত্রপাতি জব্দ করছে। বুধবার (২৯সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর আওতায় অবৈধ করাতকল বিরোধী এক অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, বন বিভাগ, পুলিশ বিভাগ ও আনসার বাহিনীর যৌথ এ অভিযানে ৬টি অবৈধ করাতকল বন্ধ করে দেওয়া হয়। এসব করাতকলের সকল যন্ত্রপাতি জব্দ করা হয় এবং একজন করাতকল মালিককে ২ মাসের কারাদণ্ড প্রদান ও ২হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন যৌথবাহিনী।
এ অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, সহকারী বন সংরক্ষক মোঃ মারুফ হোসেন, সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা, রঘুনন্দন রেঞ্জ এবং উপ-পুলিশ পরিদর্শকমোঃ আব্দুল কাদের, ।