মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 16 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতে জরিমানা

Link Copied!

 

শিশু মোহন দাস, মাধবপুর : মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ০২.০০ টা থেকে বিকাল ০৫.৩০ পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের জোয়ালভাঙ্গা মরা নদীর তীরে অভিযান পরিচালনা করা হয়।

 

ছবি: বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান খান

 

এ সময় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দু’জনকে ১,৭০,০০০ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান খান এর সত্যতা
নিশ্চিত করে বলেন, বালু উত্তোলন কারীর বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।