মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 30 December 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে জরিমানা

Link Copied!

রুবেল, মাধবপুর : মাধবপুর উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ছবি : মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দাযে একজনকে জরিমানা করা হয়েছে

সহকারি কমিশনার (ভূমি) মহিউদ্দিন জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোন ছাড় নেই। যেখানেই অবৈধ ভাবে বালু উত্তোলন করা হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি আরো বলেন, বেজুড়া গ্রামে এক ব্যক্তিকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেয়া হয়েছে। ফের একই ধরণের কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।