মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলণের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৩ ব্যক্তিকে ১০ দিনের কারাদন্ডের আদেশ দিয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) মাধবপুর উপজেলার বাঘাসুরা এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমি হতে বালু মাটি উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩ ব্যক্তিকে কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার(ভূমি) রাহাত বিন কুতুব।
দন্ডপ্রাপ্তরা হলো মীরনগর গ্রামের আবুল কালাম,সুরুক মিয়া ও নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বিল্লাল মিয়া। সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব জানান অবৈধভাবে মাটি ও বালু উত্তোলণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।অভিযানে নেতৃত্ব দেন ইউএনও একেএম ফয়সাল।