হৃদয় এস এম শাহ্-আলম, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে বিদ্যায়তনের মাঠে এসএসসি ২০২১ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ এবং সকলের জন্য দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
এসময় বিদ্যায়তনের শিক্ষক রুহুল আমিন এর সঞ্চালনায়,অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জামিল উদ্দিন,মুফতি শফিকুল ইসলাম ডালিম,মুফতি মাওলানা আবু ইউসুফ, আলহাজ্ব মোঃ আবু ছাঈদ মোল্লা,আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মাহবুবুল করিম,আলহাজ্ব কবির আহম্মেদ,মোঃ মুখলেছুর রহমান সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।