ঢাকাMonday , 2 September 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে অটো রিক্সা সিএনজি স্ট্যান্ড দখলমুক্ত করতে পৌর প্রশাসককে চিঠি

Link Copied!

মাধবপুর পৌরসভাধীন সড়ক ও জনপথ ডাক বাংলোর পশ্চিমে ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন অটো রিক্সা ও সিনজি দাঁড়ানোর নির্ধারিত স্থান দখলমুক্ত করতে পৌরসভার প্রশাসক বরাবরে চিঠি দিয়েছেন মাধবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মার্চেন্ট এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক ফারুক রানা। রবিবার(১ সেপ্টেম্বর) মাধবপুর পৌরসভা কার্যালয়ে সরকার নিযুক্ত প্রশাসক ও হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পালের কাছে এ চিঠি দেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে মাধবপুর পৌরসভা কর্তৃক মাটি ভরাটের মাধ্যমে অটোরিক্সা ও সিএনজি স্ট্যান্ডের জন্য নির্ধারিত জায়গায় নার্সারি স্থাপনের মাধ্যমে জবরদখল করা হয়েছে।এ কারনে সোনাই ব্রীজ থেকে উপজেলা পরিষদের সম্মুখ পর্যন্ত রাস্তায় সবসময় যানজট লেগে থাকে।এতে রাস্তা পারাপার ও জনচলাচলে ভোগান্তি তৈরী এবং দূর্ঘটনা ঘটছে।জনস্বার্থে সরেজমিনে তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ জানিয়েছেন মারুফ রানা।

যোগাযোগ করা হলে মাধবপুর পৌরসভার প্রশাসক ও হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল এ সংক্রান্ত একটি আবেদন পাওয়ার কথা স্বীকার করেছেন।আবেদনটি যথাযথ গুরুত্বের সাথে পরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।