ঢাকাSaturday , 25 September 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে অটোরিকশার গ্যারেজগুলো যেন মরণ ফাঁদ : বাড়ছে মৃত্যু 

Link Copied!

ইয়াছিন তন্ময়, মাধবপুর  :  হবিগঞ্জের মাধবপুরে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই মুনাফা হাসিলের উদ্দেশ্যে অবৈধভাবে ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠছে ব্যাটারি চালিত অটোরিকশা গ্যারেজ। এদিকে হাইকোর্টের এক রায়ে ইতিমধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা গুলোকে চলাচলে অবৈধ ঘোষণা করলেও স্থানীয় প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সহ সকল ইউনিয়নের বিভিন্ন রাস্তায় এইসব অটোরিকশা চলতে দেখা যায়।
আর ব্যাটারি চালিত অটোরিকশা বৈদ্যুতিক চার্জের মাধ্যমে চলায় এলাকার কিছু অসাধু ব্যবসায়ী অটো রিকশাগুলো চার্জ দেয়ার জন্য গড়ে তুলছে অটোরিকশা চার্জিং গ্যারেজ। ফলে বিদ্যুৎ অপচয় হচ্ছে ও বাড়ছে বিদ্যুতের ঘটতি।
অনুসন্ধানে জানাযায় মাধবপুর পৌরসভাতেই প্রায় ১৮ টি অটোরিকশা চার্জিং গ্যারেজ আছে। এছাড়াও উপজেলার প্রতি  ইউনিয়নে ও চার্জিং গ্যারেজ আছে।সরেজমিনে গিয়ে এইসব চার্জিং গ্যারেজগুলো ঘুরে দেখা যায় যে কোন গ্যারেজই বৈদ্যুতিক সংযোগ স্থাপনের বা ওয়ারিংয়ের কোন নিয়ম নীতি না মেনেই চার্জিং কার্যক্রম চালাচ্ছে।

ছবি : মাধবপুরে অটোরিকশার গ্যারেজগুলো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে

চার্জিং গ্যারেজগুলোতে যত্রতত্র ভাবে রিকশা চার্জ দেয়া হচ্ছে এবং গ্যারেজে বৈদ্যুতিক তারগুলো এলোপাতাড়ি ভাবে ছড়িয়ে ছিটিয়ে সেখানে সেখানে পড়ে আছে।ফলে অটোরিকশা গ্যারেজগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত ১১সেপ্টেম্বর থেকে ১৬সেপ্টেম্বর পর্যন্ত অটোরিকশা গ্যারেজে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে ৪জন।
অবৈধভাবে গড়ে উঠা গ্যারেজের ব্যাপারে জানতে চাইলে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃআবুল কাশেম জানান,আমরা ইতিমধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মাধবপুর থানা পুলিশেকে সঙ্গে নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা করেছি।
খবর পেলে অবৈধ গ্যারেজগুলোর বিদ্যুৎ সংযোগ কেটে দিচ্ছি। রাতের বেলা বিভিন্ন ইউনিয়নে আমাদের লোকেরা নিয়ম লঙ্ঘন করে তৈরি করা গ্যারেজগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে চার্জিং এর জন্য কিছু সংখ্যক গ্যারেজের অনুমোদন দিয়েছি। কতগুলো গ্যারেজের অনুমোদন দিয়েছে তার সংখ্যা জানতে চাইলে তিনি সঠিক সংখ্যার হিসাব জানেন না বলে জানান।
সরকারি আদেশের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন,চার্জিং এর জন্য অটো রিকশা গ্যারেজ নিষিদ্ধকরণের ব্যাপারে আমরা সরকারিভাবে কোন আদেশ পাইনি। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন,জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা পল্লী বিদ্যুৎ এর সাথে মিটিং করেছি। এলাকায় মাইকিং করা হয়েছে। লিফলেট বানানো হয়েছে।