পবিত্র দেবনাথ মাধবপুরপ্রতিনিধিঃ মাধবপুর উপজেলা মনতলা সহ বিভিন্ন হাট-বাজারের অবস্হা যেন “কারো পৌষ মাস,কারো সর্বনাশ। এক শ্রেণীর অসাধু ব্যাবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যর দাম বাড়িয়েই চলেছেন। উপজেলা প্রশাসনের সক্রিয় নজরদারী অব্যাহত থাকলেও ব্যাবসায়ীরা নানা অজুহাতে সিন্ডিকেট করছে ব্যাবসায়ীরা।
তার তাদের ইচ্ছা অনুযায়ী আদায় করে নিচ্ছেন দামদর। সরকারী বিধিনিষেধ থাকলেও কিছু ব্যবসায়ী দোকানের সার্টার (দরজা) তুলছেন আর নামাচ্ছেন।দরদাম ব্যাবসায়ীর ইচ্ছা বা মনমত হলে, সার্টার উঠবে, দর দাম না হলে অন্যথায় লকডাউন নামানো আছে। আবার কৃষকের সবজি বা কাঁচা মাল স্বল্প মুল্যে বিক্রয় করতে হচ্ছে। বিক্রি করতে না পারলে বাড়ীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।
নিয়মিত ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে দাম নিয়ে দাম নিয়ে তর্কাতর্কি হলে ব্যবসায়ীরা বলেন গাড়ী আসেনাই তাই দাম বেশি। মাল পাওয়া যাচ্ছে না। অনেক দাম দিয়ে আনতে হয়। দর বেড়ে গেছে বিভিন্ন অজুহাত। তারপরও ক্রেতারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেশী দাম দিয়ে ই নিচ্ছেন।।বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের প্রয়োজনীয় নজরদারী বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।