মাধবপুরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নামে আছে কাজে নেই - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 30 April 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নামে আছে কাজে নেই

Link Copied!

ইয়াছিন তন্ময়  :    হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের বেহাল অবস্থা।  নামে আছে কাজে নেই। করোনা ভাইরাসের আক্রমনে সারা দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র যেখানে দেশের মানুষ কে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সেখানে জগদীশপুর স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের নেই কোন সেবা। বৃহস্পতিবার (৩০এপ্রিল) দুপুরে গিয়ে দেখা যায়,ভবনটি তে তালা ঝুঁলছে। স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা দাঁড়িয়ে আছে বাহিরে। ডাক্তার নেই,নেই কোনো স্বাস্থ্যকর্মী কিংবা আয়াও।

ছবি : চিকিৎসক না থাকায় সেবা বন্ধ রয়েছে এই স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের

উপস্থিত কয়েকজন কে জিজ্ঞেস করলে তারা দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, সপ্তাহের ৫দিন ই এটা বন্ধ থাকে। আবার মাঝেমধ্যে খোলা থাকলেও সেবা দেয়ার জন্য থাকেনা কোনো চিকিৎসক। স্বাস্থ্য কেন্দ্রের নানা অনিয়মের কথা জানায় তারা।  এলাকাবাসীরা জানান, আমরা যদি এই সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে কোনো ধরণের চিকিৎসা সেবানা পাই তাহলে এটা রেখে কি লাভ । বিষয়টি জেলা সিভিল সার্জন কর্মকর্তার নজর দেয়ার জন্য দাবি জানান তারা।