হবিগঞ্জ মাধবপুরে স্টার সিরামিক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা সূত্রপাত হয়।
পরবর্তীতে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মাধবপুরের ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। স্টার সিরামিক্সের কর্তৃপক্ষের দাবি অগ্নিকাণ্ডে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, প্রকৃতপক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আপনাদের জানাবো।