মাধবপুরের সোনাই নদী থেকে উদ্ধার হওয়া চায়না দুয়ারী জাল বিনষ্ট - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 12 July 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরের সোনাই নদী থেকে উদ্ধার হওয়া চায়না দুয়ারী জাল বিনষ্ট

Link Copied!

দেশীয় প্রজাতির মাছ উন্নয়ন প্রকল্প এর আওতায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মাধবপুরের সোনাই নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১১জুলাই) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাধবপুর সায়হাম ফিউচার কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দেশীয় মাছ শিকারের ব্যবহৃত ২৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) রাহাত বিন কুতুব। পরে উপজেলা চত্বরে জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার।