লিটন বিন ইসলাম, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবজয়নগর গ্রামে মুক্তিপণের টাকা না পেয়ে শিশুকে অপহরণের পর হত্যার দায়ে দুই আসামীর যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। এছাড়াও তাদেরকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার (৯ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-(৩) এর বিচারক মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৗধুরী এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্তরা হল, উপজেলার শিবজয়নগর গ্রামের বাসিন্দা জালাল মিয়া (৩২) ও একই গ্রামের রাসেল মিয়া (৩৫)।
হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর আল-আমিন হোসেন জানান, শিবজয়নগর গ্রামের জালাল মিয়াসহ তাদের লোকজনের বাড়ির জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ ছিল পার্শ্ববর্তী সাবাশ আলীর সাথে। এরই জেরধরে জালাল মিয়াসহ তাদের লোকজন ২০১৮ সালের ৬ জানুয়ারী সাবাশ আলীর ৭ বছরের শিশু সন্তান শাহ পরান কে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবী করে।

ছবি : মামলার রায়ে যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে নিয়ে যাচ্ছে পুলিশ
পরে মুক্তিপণের টাকা না পেয়ে তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখে গ্রামের একটি ডোবায়। মাধবপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তৎকালিন মাধবপুর থানায় দায়িত্বরত এসআই মমিনুল ইসলাম মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে এ ঘটনায় ১১ জানুয়ারী নিহত শাহ পরাণের পিতা সাবাশ আলী বাদী হয়ে জালাল মিয়া, রাসেল মিয়া ও বাহার মিয়াকে আসামী করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলাটি দায়েরের পর পুলিশ দীর্ঘ তদন্ত শেষে জালাল মিয়া ও রাসেল মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। এছাড়াও কোন অভিযোগ না থাকায় বাহার ময়াকে চার্জশীট থেকে অব্যাহতি দেয়া হয়। আদালত এ মামলায় ২৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আজ এ রায় প্রদান করে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন,স্পেশাল পিপি মোস্তুুফা মিয়া ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন, মোঃ জসীম উদ্দিন। আসামী পক্ষের আইনজীবি মোঃ জসীম উদ্দিন বলেন, ‘আসামীদের বিরুদ্ধে কোন অভিযোগই প্রমান করতে পারেনি রাষ্ট্রপক্ষ। তবুও দুইজন আসামীকে যাবজ্জীবন দেয়া হয়েছে। এ বিষয়ে আমরা উচ্চ আদালতে আপিল করব।