মোঃ জসীম উদ্দিন, মাধবপুর : জেলার মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর ও সংলগ্ন এলাকায় শিল্প দূষণ রোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও সেমিনার আয়োজন করা হয়।
বৈশ্বিক করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে হাইওয়ে সংলগ্ন হোটেল আল আমিনে এ সেমিনারের আয়োজন করেন বাংলাদেশ আইনবিদ সমিতি (বেলা)। জনাব মোঃ খোরশেদ আলমের পরিচালনায় এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর কেন্দ্রীয় প্রধান নিবার্হী সৈয়দা রিজওয়ানা হাসান।
এসময় তিনি জানান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি সব সময় জনগণের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে। সব রকমের আইনি সহায়তা দিতে বেলা সদা সর্বদা প্রস্তুত। দেশের মানুষকে ভালো রাখতে, পরিবেশকে সুস্থ রাখতে বেলা প্রয়োজনে উচ্চ আদালতে সমর্পণ হবেন।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির সিলেট বিভাগীয় সমন্বয়ক এডভোকেট শাহিদা খাতুন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারী জনাব তোফাজ্জল সোহেল,ফিল্ড অফিসার আল-আমিন সর্দার, আব্দুল কাইয়ুম, এডভোকেট শাহ আসাদুজ্জামান, এডভোকেট ছফিল আহমেদ সোহেল, ডাক্তার মোঃ রুক্কু মিয়া, আবদুল্লাহ আল নোমান, হাবিবুর রহমান তপু, মিলন বেগম, রাসু আক্তার, শিরিন আক্তার প্রমুখ।
সভায় ভুক্তভোগীরা জানান, হাইওয়ে সংলগ্ন মার কোম্পানির পচা বর্জ্য দ্বারা আশেপাশের চল্লিশটি গ্রাম আক্রান্ত। পচা পানির এত দুর্গন্ধ যে এলাকায় বসবাস করার অনুপযোগী হয়ে পড়েছে। দেখা দিচ্ছে চর্ম হাঁপানি ইজমা সহ বিভিন্ন ধরনের রোগ। বৃদ্ধা ও শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। মাছ শূন্য হয়ে পড়েছে পুরো এলাকা।
আব্দুল কাইয়ুম জানান, খালের সাথে তার বাড়ি হওয়ার কারণে মার কোম্পানির পচা দুর্গন্ধে প্রথমে তার স্ত্রী অ্যাজমায় আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রায় দুই থেকে তিন মাস। পরে উন্নত চিকিৎসা করে তাকে সুস্থ করেন।
সভায় আব্দুল্লাহ-আল-নোমান জানান, তিনি একজন মৎস্য ব্যবসায়ী। প্রতিবছর দিনে মৎস্য ব্যবসায়ী থেকে আয় করেন ১০থেকে ১৫ লক্ষ টাকা। কিন্তু আশেপাশের শিল্প দূষণের কারণে ও তাদের নির্গত পানির কারণে এবং শিল্পগুলোর দূষিত পানি মৌসুমী বন্যার পানিতে একাকার হওয়ার কারণে তাহার এই বছর ২/৩ লক্ষ টাকা লোকসান গুনতে হয়েছে। ষিনির্ভর ওই এলাকার শতশত কৃষক তাদের ন্যায্য ধানের ফলন এবছর পায় নি। মৌসুমী বন্যার পানির মধ্যে মার কোম্পানির পচা পানি পড়ার কারণে নষ্ট হয়ে গেছে শত শত একর জমির ধান। ফলে এলাকায় দেখা দিতে পারে দুর্ভিক্ষ।