শিশু মোহন দাস মাধবপুরঃ মঙ্গলবার (১১ আগষ্ট) রাত ১১টা দিকে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজার থেকে যাবার পথে ব্যবসায়ীদের আটক করে একটি মোটর সাইকেল, টাকা, মোবাইলসহ সবকিছু ডাকাতরা হাতিয়ে নিয়ে তাদেরকে কুপিঁয়ে আহত করেছে।
আহতরা দিঘীরপাড় গ্রামের মামুন মিয়া, নিকিল সরকার। রাত ৯ টার সময় মোটর সাইকেল চালিয়ে যাত্রী নিয়ে যাবার সময় আটক করে রাস্তা থেকে দূরে নিয়ে ধান জমিতে বেঁধে রাখে। তার মোটরসাইকেল ডাকাত দলের এক সদস্য চালিয়ে নিয়ে চলে যায় । পরে কথা না বলার জন্য তার গলায় দাঁ ধরে রাখে। অন্য ডাকাতরা আরও ডাকাতি করার চেষ্টা করে।

ছবি : ডাকাতের কবলে পড়ে আহত এক ব্যক্তি
মামুন মিয়া, নিকিল সরকার মাছ ব্যবসায়ী মাছ বিক্রি করে। মাছ বিক্রি শেষে টমটমে করে বাড়ির দিকে আসার সময় তাদের টমটম আটক করে টাকা, মোবাইল সব কিছু নিয়ে যায়। তাদেরকে আহত করে ডাকাতরা পালিয়ে যায়। মামুন, নিকিলের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসে। আহত অবস্থায় মামুন মিয়া, নিকিল সরকার বাঁধা অবস্থায় শফিক মিয়া, অনূকুল দাস এদেরকে উদ্ধার করে তারা । গুরুতর আহত মামুন, নিকিলকে চিকিৎসার জন্য মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।