মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 16 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

Link Copied!

পিন্টু অধিকারী  মাধবপুর ( হবিগঞ্জপ্রতিনিধি:  হবিগঞ্জের মাধবপুরে শাহজাহানপুর ইউনিয়নের বৈশ্বিক মহামারী করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া  দরিদ্র, প্রতিবন্ধী ও দিনমজুর মাঝে শনিবার (১৬মে) মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ তহবিলের বরাদ্দকৃত হিসেবে ২৬৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে  ১০ কেজি  চাল বিতরণ করা হয়।

ছবি : অসহায়দের জন্য রাখা  প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী

কার্যক্রমে, উপস্থিত ছিলেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তৌফিকুল আলম চৌধুরী, ইউ/পি মেম্বার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব দ্বিজেন আচার্য্ । চেয়ারম্যান জনাব তৌফিকুল আলম চৌধুরী বলেন,করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত চাল পৌঁছে দেওয়া হয়েছে।

বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে আমাদের সবাইকে যারযার অবস্থান থেকে ভুমিকা রাখতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বেড় হওয়া যাবে না।  সরকারের দিক নির্দেশনা মেনে চললে এই সমস্যা কেটে  যাবে ।