মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউপির নারাইনপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিক ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার নোয়াপাড়া ইউপির নারাইনপুর গ্রামের মোঃ ফিরোজ মিয়ার ছেলে। আজ ৮ এপ্রিল (বুধবার) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল বেলায় ওনার নিজ বাড়িতে নিজ ঘরে বৈদ্যুতিক কাজ করছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বেলা সাড়ে ১০টার দিকে বাড়ির লোকজন উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করে।