মাধবপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধর্মঘর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ডিলার মেসার্স জিহাদ স্টোর কর্তৃক ১নং ধর্মঘর ইউনিয়নের কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়। এ ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডের ১১শত ৪২জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়েছে।
৪৭০ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল এবং ৫ কেজি চাল রয়েছে । বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি’র এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেকটা খুশি নিম্ন আয়ের মানুষ।
ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
এসময় ট্যাগ অফিসার উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার এস এম মেজবা-উল আলম চৌধুরী, ইউপি সচিব গুপেশ চন্দ্র শীল, সদস্য মোঃ আশেকুর রহমান মামুন, বাহারুল ইসলাম, ইয়াজ উদ্দিনসহ উদ্যোক্তা কাউছার মিয়া উপস্থিত ছিলেন।