মাধবপুরের জগদীশপুর জে,সি হাইস্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির (১৩,তম) সভা অনুষ্টিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 9 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরের জগদীশপুর জে,সি হাইস্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির (১৩,তম) সভা অনুষ্টিত

Link Copied!



মাধবপুর প্রতিনিধি : আজ (৮ জুলাই) বুধবার হবিগঞ্জের মাধবপুরের জগদীশপুর জে,সি, হাইস্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির (১৩,তম) সভা অনুষ্টিত হয়েছে।

গভর্নিং বডির সভায় সভাপতিত্ব করেন জনাবা, মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হবিগঞ্জ।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব, উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব, সৈয়দ মোদরেকুল হোসাইন। আরো উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্যবৃন্দ, জনাব, এ,কে,এম জাকারিয়া চৌধুরী, জনাব সৈয়দ মোজাম্মেল হোসাইন শামীম, মোঃ হারিছ উদ্দিন (লালু), জনাব, মোঃ আবিদ মিয়া, মোছাঃ লুৎফুন্নাহার, জনাব আফিয়া বেগম। তাছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানীত শিক্ষকবৃন্দ।

উক্ত সভা শেষে সভাপতি জনাবা মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক বিদ্যালয়ে একটি নারিকেল গাছের চারা রোপন করেন এবং বিদ্যালয় পরিদর্শন করেন।