মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (১০জুন) বিকালে সকালে ৪ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৮১৬ টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। চৌমুহনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজেট ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সচিব আক্তার হোসেন বিজয়।
বাজেট সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আঃ রউফ, ইদ্রিছ আলী মেম্বার, সমাজ সেবক আব্দুল আলীম মীর বাদল, ফরিদুর রহমান,জাহাঙ্গীর আলম,ইদ্রিছ খান, মোস্তাফিজুর রহমান বাদশা,ছায়েদুর রহমান, আক্তার হোসেন মেম্বার,সাবিনা ইয়াছমিন মেম্বার,নূর নাহার মেম্বার,সাবেক ইউ/পি সচিব শাহজাহান মিয়া,সাবেক ইউ/পি সদস্য আঃ রশিদ, বিশিষ্ট সমাজ সেবক নওশাদ চৌধুরী,আঃ মালেক, জমির আলী মিনু প্রমুখ।এছাড়াও ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও কর্মী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।