মাধবপুরের ইয়াবাসহ যুবক গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 25 March 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরের ইয়াবাসহ যুবক গ্রেফতার

এম এ রাজা
March 25, 2024 12:56 pm
Link Copied!

মাধবপুর থানা পুলিশ ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফয়সল আহম্মেদ(৪৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে উপজেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা মৃত হাছন আলী ছেলে। গত ২৩ মার্চ রাত ৯ টার দিকে ওই মাধবপুরের ১১নং বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা টু দর্গাগেইটস্থ ভক্তি ব্রীজের উপর হতে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের দাবি ওই সময় যুবকের পকেটের ভিতর লাল স্কসটেপ দ্বারা মোড়ানো নীল রংয়ের পলি জিপারে রক্ষিত ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার বাজার আনুমানিক মূল্য ৩০,০০০/-টাকা। এই সময় ইকবাল মিয়া ওরফে (জাকির মিয়া) নামের (৫০), আরও একজন পালিয়ে যায়। সে মাধবপুর মাদারগরা এলাকার বাসিন্দা আলী আকবরের ছেলে।

পরবর্তীতে ২৪ মার্চ তাদের বিরুদ্ধে নং-৪৩, তারিখ-২৪/০৩/২০২৪ ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে ।