রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর : মাধবপুর উপজেলার ০৪নং আদাঐর ইনিয়নের আদাঐর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্ভোধন করা হয়।
সোমবার (২৪’আগষ্ট) সকালে আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফারুক পাঠান এ কাজের উদ্ভোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন আদাঐর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্ধ সহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা।
অনন্যা বিদ্যালয় গুলোতে শহীদ মিনারের কাজ শেষ হয়ে গেলেও আদাঐর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের কাজ একটু দেরি হয়ে গেছে। কিন্তু খুবই তারাতারি এ কাজ শেষ হবে বলে আশা করা যায়।