মাধবপুরের অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনে ওয়াটার সাপ্লাই উদ্বোধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 24 January 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরের অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনে ওয়াটার সাপ্লাই উদ্বোধন

Link Copied!

হবিগঞ্জের মাধবপুর উপজেলার অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনে ছাত্রীদের মাঝে ব্র্যাক কর্তৃক ওয়াটার পয়েন্ট সাপ্লাই উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪জানুয়ারি) এই ওয়াটার সাপ্লাইয়ের উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যায়তনে ম্যানেজিং কমিটির সভাপত মোঃ আবু সাঈদ মোল্লা,বিদ্যায়তনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান বাহার,ব্র্যাক এরিয়া সুপার ভাইজার মোঃ এরশাদুল হক, গ্রামীণ ব্যাংক ম্যানেজার মোঃ ইয়াকুব আলী,সাংবাদিক মোঃ আবুল হোসেন সবুজ,সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ডালিম,মোঃ জামাল উদ্দিন,মোঃ আমিনুল ইসলাম,মোঃ রুহুল আমিন,দেবাশীষ ভট্টাচার্য,শিক্ষিকা সুহেলা বেগম,কলেজ ছাত্র মামুনুল ইসলাম পাঠান সহ প্রমুখ।

ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ আতাউর রহমান আমার হবিগঞ্জকে জানিয়েছেন,করোনা পরিস্থিতির কারনে ইচ্ছা থাকা স্বত্বেও গুরুত্বপূর্ণ কোনো সরকারী কর্মকর্তাকে দিয়ে ওয়াটার পয়েন্টটির উদ্বোধন করা সম্ভব হয়নি। তবে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে উদ্বোধনের কাজটি করা হয়েছে বলেও তিনি দাবি করেন।