মাধবপুর উপজেলা সদরে বৃহস্পতিবার (৩১ মার্চ) ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় মাধবপুর বাজারে বিভিন্ন দোকানে দ্রব্যমুল্যের তালিকা না থাকা,মেয়াদোত্তীর্ন পণ্য বিক্রী ও পরিচ্ছন্নতা বিধি লংঘনের দায়ে ২০ টি মামলায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
স্যানিটারী ইন্সপেক্টর মহিবুর রহমান ও মাধবপুর থানা পুলিশ অভিযান পরিচালনায় সহায়তা করেন।