মাধপুরে করোনার থাবায় অসহায় প্রতিবন্ধী হাবিল মিয়া - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 2 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধপুরে করোনার থাবায় অসহায় প্রতিবন্ধী হাবিল মিয়া

Link Copied!

ইয়াছিন তন্ময়  :  দেশে চলছে করোনা ভাইরাসের মত কঠিন মহামারি,সারা দেশে চলছে লকডাউন। মাধবপুরে করোনার থাবায় অসহায় হয়ে পড়েছেন প্রতিবন্ধী হাবিল মিয়া। না খেয়ে অনাহারে পরিবার নিয়ে দিন কাটাচ্ছেন তিনি। হাবিল মিয়া জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামের বাসিন্দা । প্রতিবন্ধী হাবিল মিয়া এখন পর্যন্ত সরকারি ভাবে কোন ত্রান সামগ্রী পান নি। শুক্রবার (২মে) বিকেলে আমার হবিগঞ্জের সাথে কথা হলে তিনি জানান, করোনার কারনে খেয়ে না খেয়ে পরিবার নিয়ে দিন কাটাচ্ছি। আজ থেকে ১৫ বছর আগে কঠিন এক রোগে আমার দুই পায়ের চলার ক্ষমতা ও এক চোখ হারিয়ে,চিকিৎসার অভাবে ঘরে বসে সময় পার করছি।

ছবি : মাধবপুরের প্রতিবন্ধী হাবিল মিয়া। কোনো সহায়তা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।

তার পর থেকে কাজ কর্ম করতে না পেরে আমি অভাবে পরিবার পরিজন নিয়ে কঠিন জীবনের সন্ধিক্ষনে রয়েছি। জীবন বাচাঁতে আমি হুইল চেয়ারে চড়ে মানুষের বাড়ি গিয়ে ইট ভাঙ্গার কাজ শুরু করি। বর্তমানে দেশের লকডাউন ও চলমান পরিস্থিতিতে ইট ভাঙ্গার কাজ না থাকায় অনাহারে না খেয়ে দিন কাটছে আমার। কোন সরকারি সাহায়তা ও পাই নাই। তাই তিনি আমার হবিগঞ্জ পত্রিকার মাধ্যমে মাধবপুর উপজেলা প্রশাসনের নিকট খাদ্য সহায়তার আবেদন জানিয়েছেন।