মাধপুরের  নির্মাণ শ্রমিকের মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 9 October 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধপুরের  নির্মাণ শ্রমিকের মৃত্যু

Link Copied!

ইয়াছিন তন্ময়:   হবিগঞ্জের মাধবপুরে বাদশা কোম্পানির(পাইওনিয়ার ডেনিম) নির্মাণ কাজের স্টিলের কাজ করার সময় উপড় থেকে পড়ে গিয়ে সোহেল মিয়া(২৮)নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত সোহেল মিয়া নেত্রকোনা জেলার বড়ধলা উপজেলার বিষমপুর গ্রামের আব্দুস সামোদ এর ছেলে।
নিহত সোহেল মিয়ার ভাই খাইরুল মিয়া জানন শনিবার (৯অক্টোবর) দুপুরে বাদশা কোম্পানিতে স্টিলের কাজ করার সময় আনুমানিক ৪০ ফুট উপর থেকে হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে মাথায় রক্ত জখম হয়।
পরে তাকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অদিতি রায় তাকে মৃত ঘোষণা করেন।