মাদক মুক্ত চুনারুঘাট চাই, মাদক ব্যবসায়ীদের রক্ষা নাই : ওসি শেখ নাজমুল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 12 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাদক মুক্ত চুনারুঘাট চাই, মাদক ব্যবসায়ীদের রক্ষা নাই : ওসি শেখ নাজমুল

Link Copied!

রায়হান আহমেদ :   চুনারুঘাটে মাদক মুক্ত করার মিশনে জীবনের ঝুঁকি নিয়ে অবেশেষে ৩ কারবারীকে আটক করলেন চুনারুঘাট থানা পুলিশ। এসময় মাদক বহনকারী সিএনজি ধরতে গিয়ে সিএনজির চাপায় চুনারুঘাট থানার এএসআই ইমন আহত হয়েছেন। বড় ধরণের দুর্ঘটনা থেকে  অল্পের জন্য  রক্ষা পেলেন তিনি ।
মঙ্গলবার (১১আগস্ট) রাতে ধাওয়া করে চুনারুঘাট উপজেলার ঘরগাঁও বাজার থেকে ২কেজি গাঁজা সহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, বাহুবল উপজেলার সিমিলাম গ্রামের আমির হোসের ছেলে হারুন মিয়া (৪২),  রাই উপজেলার রাগপাশা গ্রামের আঁ শহীদের ছেলে সাহারাজ মিয়া (৩২), চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের মৃত আঃ শহীদের পুত্র মোতালেব মিয়া (২৭)।

ছবি : চুনারুঘাট পুলিশের হাতে আটক এক মাদক ব্যবসায়ী

এছাড়াও ওইদিন অভিযান চালিয়ে পৌরশহরের বাল্লা রোড থেকে ভারতীয় মাদকসহ ২জনকে আটক করেন চুনারুঘাট থানা পুলিশ।
চুনারুঘাটে ওসির শেখ নাজমুল হক এর  নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলছে থানা পুলিশের দিনরাত অভিযান।
ওসি শেখ নাজমুল হক বলেন, মাদক মুক্ত চুনারুঘাট চাই, মাদক ব্যবসায়িদের রক্ষা নাই। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং অব্যাহত থাকবে।