মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই : এমপি কেয়া চৌধুরী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 18 April 2024
আজকের সর্বশেষ সবখবর

মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে কারিগরি শিক্ষার বিকল্প নেই : এমপি কেয়া চৌধুরী

অঞ্জন রায়
April 18, 2024 9:14 am
Link Copied!

উপজেলার বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামে বুধবার (১৭ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বাসন্তী পূজা পরিদর্শন করেন। এ সময় কেয়া চৌধুরী বক্তব্য বলেন, আমি যুব সমাজকে রক্ষার্থে এবং মাদকমুক্ত সমাজ গড়তে যুবক যুবতীর জন্য আইসি শিক্ষা প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছে উপজেলা উপজেলার জন্তরী গ্রামে প্রতিষ্ঠিত হবে।

যারা বিদেশ গিয়ে ৫০-৬০ হাজার টাকা উপার্জন করে তাদের সমান আমাদের যুব সমাজ করতে পারে। মাদক নির্মূল দেশ গড়তে কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে যুব সমাজের উন্নতি ও কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে যা কারিগরি শিক্ষা বিকল্প নাই। তিনি বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানের ইতিমধ্যে যে অনুদান প্রদান করেছেন তা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মিনাল কান্তি রায় মিনু, কিরণ দাস, মতিলাল দাস, বাবুল পাল, শিক্ষক পলাশ দাশ, রণজিৎ পাল, সুভাষ পাল, প্রদীপ কুমার দাস, যতীন্দ্র দেবনাথ, সুমন পাল, রবীন্দ্র পাল সহ কাল বিভিন্ন স্থান থেকে আসা পূজার বিন্দু গ্রামের যুব সমাজ প্রমুখ।