স্টাফ রিপোর্টার : সোহাগ মিয়া, বয়স আর কতই হবে নয় অথবা দশ। অথচ এই বয়সে সে সংসারের দায়ভার তার কাঁধে। প্রতিদিন শায়েস্তাগঞ্জ থেকে পান কিনে আশেপাশের চার পাঁচ গ্রাম ঘুরে পান বিক্রি করে তার লভ্যাংশ দিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করে। সোহাগ ৮,নং শায়েস্তাগঞ্জ ইউনিয়ন এর মরড়া গ্রামের ৪,নং ওয়ার্ডের কবির মিয়ার ছেলে।
সোহাগের পরিবারের সদস্য ৬,জন ! তারা তিন ভাই ও এক বোন। পরিবারের বড় ছেলে হওয়ায় এই বয়সেই দায়িত্ব পড়েছে সংসার চালানোর।
আলাপচারিতায় জানা গেল সে, মরড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর অনিয়মিত ছাত্র। গত একবছর ধরে তার বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পঙ্গু অবস্থায় বাড়িতে বিনা চিকিৎসায় দিনা পার করছেন। যে বয়সে খেলাধুলা করে সময় কাটানোর কথা ! এই বয়সে সে জীবনযুদ্ধে। প্রতিদিন জীবনের তাগিদে ভোর বেলা বের হয়, সারাদিন হেটে হেটে পান বিক্রি করে রাতে বাড়ি ফিরে।
এই করোনাকালে সোহাগের পরিবার তেমন কোন সরকারি সহায়তাও পায়নি। তবে মাঝে মাঝে বিভিন্ন সামাজিক সংঘটনের সদস্যরা তার পাশে দাড়ায়।
সোহাগের চাচা খাইরুল আলম উজ্জল জানান, সোহাগ বেশ প্রতিভাবান ছেলে। ঠিকমত আর্থিক সহায়তা পেলে সে ভাল করে পড়াশোনা করতে পারত, কিন্তু সংসার চালানোর জন্য সে এই বয়সেই কাজ করে জীবীকা নির্বাহ করতেছে, যা আমাদের জন্য কাম্য নয়।
এ বিষয়ে কথা হয় মরড়া গ্রামের ছাত্রলীগ নেতা শেখ মো, জামালের সাথে উনি জানান, আমি বিভিন্ন সামাজিক সংঘটন এর পক্ষ থেকে তার পরিবারকে সহায়তা করার চেষ্টা করেছি, কিন্তু এইগুলা দিয়ে তো আর পরিবার সবসময় চলতে পারেনা, আমি সোহাগের পরিবারকে সহায়তা করার জন্য হবিগঞ্জের সাংসদের সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে কথা হয় মরড়া গ্রামের ৪,নং ওয়ার্ডের মেম্বার নুর হোসেনের সাথে তিনি বলেন, সোহাগের বাবা গাছের ব্যবসা করতেন, পরিশ্রমী কাজের কারণে তিনি বর্তমানে কাজ করতে অক্ষম। আমি সোহাগের পরিবারকে সরকারী বরাদ্দ আসলে সহায়তা করার চেষ্টা করব।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আম্বিয়া খাতুন জানান, কয়েকদিনের ভিতরেই করোনার জন্য ত্রাণ বিতরণ করা হবে আমি সোহাগদের পরিবারকে সহায়তা করব, এবং ভবিষ্যতে তার পরিবারকে সাহায্য করার চেষ্টা করব।