সৈয়দ সালিক আহমেদ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব এস এম আহসানুল আজিজ বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের দুরগড়ায় সেবা পৌছে দেওয়ার লক্ষে নানাবিধ পরিকল্পনা গ্রহন করেছে। তাই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে আমাদেরকে সেই দ্বায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। বিশেষত মাতৃ স্বাস্থ্য উন্নয়নের জন্য কাজ করতে হবে।
তিনি মঙ্গলবার (২৩ মার্চ) পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন হবিগঞ্জ সদর উপজেলার পৈল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শণ শেষে মতবিনিময়কালে একথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসন ইউনিটের উপপরিচালক মোঃ শাহাদৎ হোসেন, হবিগঞ্জ জেলার উপপরিচালক, পরিবার পরিকল্পনা ডাঃ নাসিমা খানম ইভা, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডাঃ আব্দুর রব মোল্লা, এমও ক্লিনিক ডাঃ আকলিমা তাহেরি কলি প্রমুখ ।
তিনি আরো বলেন, পইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসবসেবা প্রদান করা হয়ে থাকে। পদের বিপরীতে জনবল কম থাকার পরও কেন্দ্রটির অগ্রগতি দেখে প্রসংশা করেন উপসচিব। এরপর তিনি জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন।