মাছুলিয়া সূর্য তরুন ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 9 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাছুলিয়া সূর্য তরুন ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত

Link Copied!

আব্দুল আউয়াল, হবিগঞ্জ : হবিগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মাছুলিয়া সূর্য তরুন ক্লাবের নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে ৮ই আগষ্ট শনিবার বিকাল ৫ ঘটিকায় এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার নন্দিত মেয়র এবং সূর্য তরুন ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান মিজান, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, সোনালী ব্যাংক ম্যানেজার টি এস এনসেলিম সিদ্দিকি ও মাছুলিয়া, শায়েস্তানগর, অনন্তপুর, মাহদাবাদ এলাকার মুরব্বিরাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

এসময় মেয়র মিজানুর রহমান মিজান বলেন- আমি পৌরসভার অনুদান দিয়ে এলাকার ঐতিহ্যবাহী মাছুলিয়া স্কুল মাঠের সংস্কার ও একটি মিনি গ্যালারীর করে দিব এবং এই এলাকার সার্বিক উন্নয়নে আমি আপনাদের পাশে সবসময় নিয়োজিত থাকব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, যে গত ৩০ই জুলাই মাছুলিয়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও মাছুলিয়া এলাকায় সার্বিক উন্নয়নে সবসময় পাশে থেকে সহযোগীতা করার জন্য হবিগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃ মিজানুর রহমান মিজানকে সম্মাননা স্মারক দেয়া হয়েছে।