মাছুলিয়া সূর্যতরুন ক্লাবের পক্ষ থেকে পৌর মেয়র মিজানকে সম্মাননা প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 31 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাছুলিয়া সূর্যতরুন ক্লাবের পক্ষ থেকে পৌর মেয়র মিজানকে সম্মাননা প্রদান

Link Copied!

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :   হবিগঞ্জ পৌর এলাকার ৯ং ওয়ার্ডের মাছুলিয়া সূর্য তরুন ক্লাবের নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে এবং মাছুলিয়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও মাছুলিয়া এলাকায় সার্বিক উন্নয়নে সবসময় পাশে থেকে সহযোগীতা করার জন্য হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজানকে সম্মাননা স্মারক দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০জুলাই) এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা স্মারক দেওয়ার সময় উপস্থিত ছিলেন মাছুলিয়ার  সূর্য তরুন ক্লাবের নব্যগঠিত সভাপতি শফিকুর রহমান শফিক,  সাধারণ সম্পাদক শেখ মো নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মর্তুজ আহমেদ রিপন সহ সকল সদস্যবৃন্দ।
এই সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে মেয়র মিজানুর রহমান মিজান বলেন,  তিনি মাছুলিয়া সূর্য তরুন ক্লাবের উন্নয়নের জন্য সহায়তা প্রদান এবং ক্লাবের সাথে সবসময় থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ছবি : ক্লাবের নেতৃবৃন্দের সাথে সংবর্ধিত ব্যক্তি পৌর মেয়র মিজানুর রহমান মিজান

এছাড়া তিনি আরও বলেন মাছুলিয়া সূর্য তরুণ ক্লাবের পক্ষ থেকে মাছুলিয়ার ঐতিহ্যবাহী প্রাইমারী স্কুল সংলগ্ন মাঠে টিভি দিয়ে একটি টুর্নামেন্টের আয়োজন করা হবে ঈদের পর পরই বলে জানান ।
এ ব্যাপারে ক্লাবের নব্য কোষাধ্যক্ষ মোশাহিদ আহমেদ রিংকু “দৈনিক আমার হবিগঞ্জ” কে বলেন- মাছুলিয়া সূর্য তরুন ক্লাব ২০১৪ সাল থেকে  দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী মাছুলিয়া গ্রামে  সামাজিকভাবে বিভিন্ন কর্মকান্ড করে আসছে। এই ক্লাবের মাধ্যমে গ্রামের তরুনদের খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গণে ভূমিকা রেখে আসছে। প্রত্যেকটি তরুনকে মাদক এর ত্রাস থেকে রক্ষা করার জন্য অনন্য ভূমিকা রাখা এই ক্লাবের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন- আমার মনে হয় একটি আদর্শিক ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেকটি গ্রামে গ্রামে সামাজিক ক্লাব বা সংগঠন গড়ে তোলা উচিৎ।