তাপস হোম, বানিয়াচং : মাকালকান্দি গনহত্যা” নামটি শুনলেই আজো অনেকেই ভয়ে শিহরিত হয়। ১৯৭১ সালের ১৮ ই আগষ্ট হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ঘটে যায় এক বিভীষিকাময় গনহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ। শিক্ষা ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হিন্দু অধ্যুসিত একটি গ্রাম পরিনত হয় শকুনদের ভাগাড়ে।
১৮’ই আগষ্ট দিনটি ছিল হিন্দু ধর্মাবলম্বীদের মনসা পুজার দিন।সকালে গ্রামটিতে বিরাজ করছিল পুজা উৎসবের আমেজ। সহসাই স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাক বাহিনীর ২৫/৩০ টি নৌকায় ঘিরে ফেলে পুরো গ্রামবাসীকে।
গ্রামের চন্ডী মন্দিরের সামনে লাইন বেধে দাড় করিয়ে দীনেশ দাশ, তরনী দাশ, মনোরঞ্জন দাশ, প্রভাসীনী বালা দাশ, চিত্রাঙ্গ বালা দাশ সহ ৭৮ জন নারী পুরুষকে ব্রাশফায়ার করে বেয়োনট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে হানাদারবাহিনী। মিনতী রানী দাশের কুল হতে শিশু সন্তানকে কেড়ে নিয়ে মাটিতে আছড়িয়ে হত্যা করে কুলাঙ্গারেরা। শুধু হত্যাযজ্ঞ চালিয়েই ক্ষান্ত হয়নি হানাদার বাহিনী।অসহায় নারীদের সম্ভ্রম কেড়ে নিতে ধর্ষণ লীলায় মেতে উঠে।চলে লুটপাট সাথে অগ্নিসংযোগ। টাকা পয়সা, স্বর্নালঙ্কার, ধান লুট হতে শুরু করে রেহাই পায়নি হালের গরুটিও।নৌকাভরে লুটের মাল নিরাপদেে খালাস করে স্থানীয় রাজাকারের দল। ধ্বংসযজ্ঞের পর বাড়িঘর ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ডায়রিয়া মহামারী অনাহারে অর্ধাহারে মারা যায় আরও অনেক শিশু নারী ও পুরুষ।
উল্ল্যেখ্য, ১৯৭১ এর ১৫ ই আগষ্ট তৎকালীন হবিগঞ্জ মহকুমার সার্কিট হাউজে বসেই হিন্দু অধ্যুষিত সমৃদ্ধ এলাকা মুক্তিযোদ্ধাদের ঘাঁটি বলে খ্যাত মাকালকান্দি গনহত্যা ও লুটপাটের ছক নির্ধারন করে পাকবাহিনী ও শান্তি কমিটির নেতৃবৃন্দ।
স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেক পরিবারকে ১ হাজার টাকা ও সনদপত্র প্রদান করেছিলেন।এর পরে আর তেমন কোন আর্থিক সহায়তা পায়নি আর কেউ। এই লৌহমর্ষক কাহিনি রুপকথার গল্পকেও হার মানায়।এই দিনটি এলেই বেচে যাওয়া লোকজন ও শহীদ পরিবারগুলির হ্রদয়ে ঝড়ে রক্তক্ষরন। এলাকাবাসীর একটাই দাবী, আওয়ামীলীগ সরকার রাষ্ট্রক্ষমতায় আসীন। আমরা যুদ্ধাপরাধীদের কঠিনতর বিচার চাই।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে মাকালকান্দি গনহত্যা দিবস। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে স্মরন করবে মুক্তিযুদ্ধে বলিদান হওয়া বীর শহীদদের।