লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন সাংবাদিক পত্নী প্রিয়া বেগম। শক্তিশালী তিন প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে ভোটযুদ্ধে হারিয়ে ৪ হাজার ৮’শত ৬০ ভোট বেশী পেয়ে তিনি জয়লাভ করেন।
প্রিয়া বেগমের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন লাখাই উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সলের স্ত্রী নাঈমা আক্তার সুমি। তিনি পেয়েছেন ২১ হাজার ৮’শত ১৫ ভোট। এ ছাড়াও একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
প্রিয়া বেগম দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রধান প্রতিবেদক প্রয়াত আতাউর রহমান ইমরানের স্ত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম এবং বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শামছুল আলম লিয়াকতের পুত্রবধু।