মহা মূল্যবান একটি গ্রন্থ "অন্যরকম যুদ্ধ" - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 17 March 2024
আজকের সর্বশেষ সবখবর

মহা মূল্যবান একটি গ্রন্থ “অন্যরকম যুদ্ধ”

Link Copied!

ইংরেজি চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড (গণহত্যা বন্ধ কর)’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র। শহীদ বুদ্ধিজীবী ও বিশিষ্ট চলচ্চিত্রকার জহির রায়হান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ খ্রিষ্টাব্দে ভারতে আশ্রয়গ্রহণকারী বাঙালিদের দুঃখ-দুর্দশা, পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ, রাজাকার, আল-বদর ও আল-সামস-এর খুন-ধর্ষণ-রাহাজানি তুলে ধরা হয়েছে ২০ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রভিত্তিক চলচ্চিত্রে। লাখ বাঙ্গালির প্রাণের বিনিময়ে দীর্ঘ নয় মাস পরে অর্জিত হল আমাদের বহু কাঙ্খিত স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার পর জহির রায়হান নিখোঁজ হওয়ায় ছবিটির কাজ আর এগুতে পারেনি। আমরা বঞ্চিত হয়েছি তাঁর পূর্ণাঙ্গ ‘স্টপ জেনোসাইড’ দেখা থেকে।

আমার জানা মতে এ পর্যন্ত অনেক মুক্তিযুদ্ধভিত্তিক বই রচিত হয়েছে। তবে শরণার্থী শিবিরে অবস্থানকালীন সময়ে একজন শরণার্থী হিসেবে বিশদ ঘটনা সম্বলিত লেখা বই আমার দৃষ্টিতে পড়েনি। মুক্তিযুদ্ধ চলাকালে কচি মনে গ্রথিত হওয়া শরণার্থী শিবিরে অবস্থানকালীন সেই সময়ের হৃদয়বিদারক মুহুর্তগুলিকে প্রচারবিমুখ সাহিত্য সাধক তাপসী চক্রবর্তী লিপি একজন প্রত্যক্ষদর্শী শরণার্থী হিসেবে পঁচানব্বই পৃষ্ঠার ‘অন্যরকম যুদ্ধ’ নামক একটি মূল্যবান গ্রন্থ উপহার দিয়ে আমাদেরকে করেছেন চির ঋণী।

একটি শরণার্থী শিবিরে থাকতে গিয়ে কী ধরণের অবর্ণনীয় ঘটনার সম্মুখীন হতে হয়েছে তারই জীবন্ত বর্ণনা কিশোরী তাপসীর দীর্ঘ দশএগারো মাসের রোজ নামচায় উঠে এসেছে। কিশোরী তাপসী চক্রবর্তী’র শ্রদ্ধেয়া মা ষোড়শী চক্রবর্তী ছিলেন ন্যাপ এর সক্রিয় কর্মী। মার্চের উত্তাল দিনগুলিতে তাঁর নেতৃত্বে কিশোরী তাপসী চক্রবর্তী লিপিসহ বেশ কয়েকটি পরিবারের সকল সদস্য লাঠি হাতে কালো ব্যাজ ধারণ করে অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে মিছিল করেন। প্রতিটি মুহূর্তের সমষ্টির নাম জীবন, যেমন ফোঁটা ফোঁটা জলকণায় সৃষ্টি হয় সমুদ্র।

এ রকমই দশএগারো মাসের প্রতিটি মুহূর্তকে জীবন্ত করে প্রকাশ করেছেন সিলেটের বহুমুখী প্রতিভার অধিকারী তাপসী চক্রবর্তী লিপি। তিনি একাধারে কথাশিল্পী, সংগীত শিল্পী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি,”সোপান” পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক, শিশু সংগঠক, সমাজহিতৈষী ও সংস্কৃতিসেবী। তাঁর সকল কর্মকান্ডই আমাদেরকে করেছে অনুপ্রাণিত , উৎসাহিত, উজ্জীবিত, উদ্ভাসিত। তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে ২৫ মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক স্বাধীনতাকামী ঘুমন্ত বাঙালির ওপর অতর্কিত হত্যাযজ্ঞ শুরু করেন।

নিরীহ মানুষের উপর এ রকম পৈশাচিক হত্যাকান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ববাসী আর কখনো দেখেছে বলে মনে হয় না। বর্বর পাকিস্তানিদের উপর্যুপরি আক্রমনে সোনার বাংলাদেশ হয়ে উঠে শকুনতাড়িত শ্মশানভূমিতে। আবালবৃদ্ধবনিতা যখন পাকস্তানি নামক কসাই দ্বারা মাত্রাতিরিক্ত নির্যাতনে কোলাহল মুখরিত নগর এলাকা ক্রমেই জনমানবশূন্য হয়ে পড়েছিলো ঠিক তখনই বাধ্য হয়ে সবাই যে যার মতো সখের আসবাবপত্র, গরু-বাছুর, মোরগ-মুরগি, গাছ-গাছালি ও আত্মীয়-স্বজনদের ফেলে রেখে সোনা-দানা, টাকা-পয়সা ও বাক্স-পেটরা নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে (পার্শ্ববর্তী রাস্ট্র ভারত সীমান্তে) ছুটে চলেন।

এ দেশীয় কিছু বেজন্মা রাজাকার, আল-বদর, আল-শামস নামে পাকিস্তানিদের দোসর হয়ে নিষ্ঠুর ও বীভৎস হত্যাকাণ্ডসহ সামগ্রিকভাবে মুক্তিকামী বাঙালি তথা মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। অপরদিকে বিংশ শতাব্দীর একজন বাঙালি খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক, শরণার্থীদের অবর্ণনীয় দুঃখ কষ্ট সইতে না পেরে “বাংলাদেশের শরণার্থীদের জন্য দান করুন” সম্বলিত একটি ব্যানার টাঙিয়ে রাস্তার মানুষের কাছ থেকে টাকা তুলেছেন। সেই টাকা দিয়ে শরণার্থীদের জন্য ওষুধ আর খাবার কিনে বিভিন্ন শিবিরে পৌঁছে দিয়েছেন।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহনায়িকা সুচিত্রা সেনকে রাস্তায় পেয়ে ঋত্বিক ঘটক বললেন, ‘এলেই যখন, দুটো টাকা দিয়ে যাও’, বলে ঋত্বিক হাত বাড়ালেন। লজ্জায় মাথা নিচু করে সুচিত্রা সেন বললেন ‘ছিঃ দাদা এমন করে বলছেন কেন ? আমি কি দূরের কেউ ?’ বলেই কড়কড়া কয়েকটা ১০০টাকার নোট দিলেন ঋত্বিকের হাতে। ঋত্বিক ঘটক এত বড় ফিল্ম ডিরেক্টর হওয়া সত্ত্বেও শরণার্থীদের দু:খ-দুর্দশা সইতে না পেরে নাওয়াখাওয়া ভুলে জ্বলন্ত ফুটপাতে দাঁড়িয়ে তৎকালীন পূর্ব বাংলার শরণার্থীদের জন্য রাস্তার মানুষের কাছে হাত পেতেছেন। ঋত্বিক ঘটকের মতো এত বড় মাপের চলচ্চিত্র পরিচালকের এমন মহানুভবতা, আমাদের জন্য এক অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে, ইতিহাসের পাতায়।

অবর্ণনীয় দুঃখ-কষ্টে আধ পেটা খেয়ে না খেয়ে হাওর-বাওর, খাল-বিল, নদী-নালা পেরিয়ে বিরামহীন পথ যাত্রায় কোনোদিন স্কুল ঘরের বারান্দায়, কোনোদিন এ বাড়িতে, কোনদিন ও বাড়িতে রাত্রিযাপনের মধ্য দিয়ে একদিন পৌঁছান পাক হানাদারমুক্ত প্রত্যাশিত শরণার্থী শিবিরে। শরীরে শিহরণ জাগানিয়া ৭১ এর শরণার্থী শিবিরের সেই স্বচ্ছ ঘটনাগুলো কথাশিল্পী তাপসী চক্রবর্তী লিপি তাঁর কিশোরী বয়সীর স্মৃতি রোমন্থনে অত্যন্ত সুনিপুণভাবে চিত্রিত করেছেন ‘অন্যরকম যুদ্ধ’ নামক গ্রন্থের ক্যানভাসে।

কচি বয়সে লেখিকার বর্ণনায় শরণার্থী শিবিরে অবস্থানকালীন কিছু উল্লেখযোগ্য ঘটনাসমূহ :

১/ মোট চার পরিবারের ২৭ জনের জন্য বরাদ্দ হয় একটি কামরা। প্রত্যেক রুমেরই একই অবস্থা।
২/ শরণার্থী শিবির থেকে রেশন যা পাওয়া যেতো তা রাখার কোনো পাত্র ছিলোনা। বরাদ্দকৃত তিনটি গ্লাসের দু’টিতে রাখা হতো সরষের তেল। বালতির মধ্যে চাল রাখা হতো। স্নান করতে যাওয়ার সময় চাল মেঝেতে ঢেলে রেখে যেতাম। স্নান শেষে আবার বালতি শুকিয়ে চাল রাখতাম। অথচ এ রকম মানবেতর জীবনযাপনে আমরা কেউ অভ্যস্ত ছিলাম না। পরিস্থিতি বাধ্য করেছে।
৩/ মাঝে-মধ্যে পরিচিত মানুষদের দর্শনে হতাম আনন্দে আত্মহারা।
৪/ সময় যত বাড়তে থাকে শরণার্থী শিবিরে পরিচিত মানুষের আসা-যাওয়াও বাড়তে থাকে, যা দেখে আমরা যত খুশী হই তার চেয়ে পরিচিত জনেরা তত কান্নায় ভেঙে পড়েন।
৫/ বিষয়সম্পত্তি, আত্মীয়-স্বজন ফেলে এসে এখানে আর কতদিন থাকতে হবে, স্রষ্টার কাছে এ প্রশ্ন ছিল শরণার্থী শিবিরে থাকা সবার।
৬/ শরণার্থী শিবিরে থাকা একটি পরিবারের উপার্জনক্ষম ছেলেটিকে পাকিস্তানি সৈন্যরা ধরে নিয়ে গেছে। ছেলের খোঁজে বাবা দেশে রয়ে গেছেন। তারা আদৌ বেঁচে আছেন কী না তার কোন খবরই এ পরিবার জানে না। শরণার্থী শিবিরে থাকা সকল পরিবারেই আছে এমন বিয়োগান্তক ঘটনা।
৭/ আমাদের অতিরিক্ত চাপ, মল-মুত্রের দুর্গন্ধ, দুষিত পরিবেশ, স্কুল-কলেজ দীর্ঘদিন বন্ধ সব মিলিয়ে স্থানীয় বাসিন্দাদের বেশ ভোগান্তি বেড়েছে।
৮/ প্রকৃতি তার নিজস্ব গতিপথে এগিয়ে চলে। নীল আকাশে সাদা খন্ড খন্ড মেঘ ভেসে বেড়ায়। পাশের ঝিলে ছোট ছোট শাপলা পাপড়ি মেলে তাকায়।পাহাড়ের গা ঘেঁষে কাশফুলগুলো বাতাসে দোল খায়। রাণীর বাড়ির পাশ থেকে শিউলি সুবাস ছড়ায়। রাতের স্বচ্ছ আকাশে মিটিমিটি তারা জ্বলে। দূর্গাপুজার আগমনী বার্তা বহন করে আনে।
৯/ সোনাখিরায় যাওয়ার পরই মেজদা, পুরঞ্জয় চক্রবর্তী বাবলা, মুক্তেশ্বর পাল সবু, পতাকী দাস, চন্দন শর্মা মুক্তিযুদ্ধে যোগ দেবার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। চোখের জল সংবরণ করে তাদের বিদায় জানালাম।
১০/ মুক্তিযুদ্ধে মেঝদা কেমন আছেন, তা জানা যেত হিন্দি স্কুলে গেলে। অনেকদিন থেকে মেজদার কোন সংবাদ পাওয়া যাচ্ছে না। বাবা মেজদার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন। হিন্দি স্কুলে যাওয়ার পর মা’র হাতে মেজদার একটি চিঠি দেওয়া হয়। মা চিঠি পড়ে মেজদার ভাল- মন্দ খবর জেনে নেন
১১/ ঘুমের ঔষধ খেয়ে বাবা দু’দিন টানা ঘুম দিলেন। ঘুম ভাঙার পর মাকে জিজ্ঞেস করেন, অঞ্জন কেমন আছেন? মেজদা ভালো আছে জেনে বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। দু’একদিন পর বাবা মাকে জিগ্যেস করলেন তার মেয়ের নাম কি? অর্থাৎ বাবা তার একমাত্র মেয়ের নাম ভুলে গিয়েছিলেন। মেজদার এ চিঠি বাবার মনকে ভীষণ সতেজ করেছিল। মাঝে মাঝে মন খারাপ হলে চিঠিখানি বের করে পড়তাম। বাবা প্রায়ই অবসর সময়ে বলতেন চিঠিটি পড়ার জন্য। মেজদা চিঠিটি লেখেন ০৬/১১/১৯৭১ তারিখে।
১২/ টাকা-পয়সা যা ছিলো তা শেষ হয়ে যাওয়ায় কাপড়-চোপড় ভীষণ ময়লা। গায়ে প্রচুর ময়লা জমে গেছে, ঘামের দুর্গন্ধ। সাবান ও পান-সুপারি কেনাও সম্ভব নয়। তাই অপরিচ্ছন্ন কাপড় ও অপরিচ্ছন্ন শরীরকে বৃষ্টির পানিতে পরিষ্কার করতাম।
১৩/ মকসুদ বক্তের বাবা মাহবুব বক্ত তার ছেলের হাতে যেভাবে হাত খরচের টাকা দিতেন তেমনি মেজদাকেও হাত খরচের টাকা তুলে দিতেন।
১৪/ ন্যাপ এর নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন সিলেটের ইকবাল আহমদ চৌধুরী। আমাদের পরিবারের সাথে ঘনিষ্ঠতার সুবাদে করিমগঞ্জের বিরজাসুন্দরী হাই স্কুলে মেজদার সাথে দেখা হওয়ায় আমাদের বর্তমান অবস্থা স্বচক্ষে প্রত্যক্ষ করেন। এরপর আমাদের প্রয়োজনীয় পান-সুপারি, চুন-সাদা, চিড়া-মুড়ি, গুড়, সাবান, চা, মাথার-তেল, কিছু সবজি কিনে দিয়েছিলেন। মায়ের পা খালি দেখে অনুমান করে মায়ের জন্য জুতাও কিনে দিয়েছিলেন। ইকবাল আহমদ চৌধুরী দুঃখের দিনে দেবদূত হিসাবে যেনো আমাদের পরিবারে এসেছিলেন। যখন যা প্রয়োজন তিনি কেন জানি আমাদের মুখ দেখে বুঝে নিতেন।
১৫/ করিমগঞ্জের বিভিন্ন স্কুলে আমরা যারা অস্থায়ীভাবে ছিলাম, যতদিন পর্যন্ত যুদ্ধ শেষ না হয় তাদের স্থায়ী বসবাসের জন্য নতুন শরনার্থী শিবির নির্মিত হয় সোনাখিরায়।
করিমগঞ্জ থেকে রেলপথে ধর্মনগর যেতে ধর্মনগর এর চারটি স্টেশন আগে সোনাখিরা স্টেশন। মূলত সমস্ত এলাকা ছিল পাহাড়ঘেরা চা বাগান।
১৬/ রেশনের উদ্বৃত্ত চাল, ডাল দিয়ে চা বাগান শ্রমিকদের কাছ থেকে বিনিময় প্রথার মাধ্যমে লাকড়ি কিনে নিতাম।
১৭/ সব সময় একটা জিনিস লক্ষ্য করার মতো ছিল, তা হলো সর্বত্র ‘জয় বাংলা’ ধ্বনি। জয় বাংলা ধ্বনির প্রভাবে শরণার্থীদেরও বলা হতো জয় বাংলার লোক।
১৮/ প্রতিদিন ক্যাম্পে কান্নার ধ্বনি শোনা যেত।মৃত্যুদূত হাতছানি দিয়ে ডাকে সবাইকে। দিনে পাঁচ ছয়টি লাশ আমাদের ঘরের সামনে দিয়ে বয়ে নেওয়া হতো শ্মশানে। এখানে আশেপাশে কোথাও শ্মশানঘাটের পরিচয় পাওয়া যায়নি এবং মুসলমানদের জন্যও গোরস্থান ছিলনা। প্রয়োজনের তাগিদে শ্মশানঘাট ও গোরস্থানের ব্যবস্থা করা হলো।
১৯/ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী করিমগঞ্জে আসবেন। আগমনবার্তা শিবিরে পৌঁছে গেল। ক্যাম্পের চারিদিকে পাহাড়া জোরদার করা হল। কাউকেই ক্যাম্প থেকে বাইরে যাবার অনুমতি দেওয়া হলো না। প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়ার জন্য কিছুসংখ্যক শরণার্থী একটি গান পরিবেশন করবেন। ষোড়শী চক্রবর্তীর নেতৃত্বে কিছু সংখ্যক মহিলা ‘ধনধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা’ গানটি গাওয়ার প্রস্তুতি গ্রহন করলেন। সকল প্রস্তুতিশেষে জানা যায় করিমগঞ্জে প্রধানমন্ত্রী এলেও আমাদের শরণার্থী শিবিরে আসছেন না তাই সোনাখিরা শরণার্থী শিবিরে মানুষের দীর্ঘঃশ্বাস বাতাসে ভাসতে থাকে। হতাশার সুর বেজে ওঠে প্রতিটি প্রাণে।
২০/ প্রবাস জীবন শেষে বাংলাদেশে যাওয়ার জন্য ভোরে ক্যাম্পের সামনে বাস আসে। সেখান থেকে সন্ধ্যায় শ্যাওলায় এসে বাস থামে এরপর ফেরিতে নদী পার হতে হবে। গাড়ী যত সিলেট এর কাছাকাছি আসতে থাকে তত ধ্বংসলীলা প্রকট রুপে ধরা পড়ে। রাস্তার মধ্যে বিরাট গর্ত বিকট হয়ে অস্তিত্ব প্রকাশ করছে। পাকিস্তানি শাসকরা সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ ধ্বংস করে দিলেও ভারতীয় সেনাবাহিনীর জোড়াতালি দেওয়া ব্যবস্থায় আমরা গাড়ী নিয়ে শহরে ঢুকতে পারি। সিলেটের জিন্দাবাজার একটি পরিবার, চৌহাট্টা আরেকটি পরিবার, কাষ্টঘর অন্য দু’টি পরিবার এর লোকদের নামিয়ে দিয়ে সোজা গাড়ি মিরাবাজার চলে আসে। আমাদের মালপত্র নামাতে ব্যস্ত বাবা ও বড়দা। আমি মেজদাকে খবর দেবার জন্য দিলাম এক দৌড়। পথিমধ্যে দেখা শ্যামল দে, অশোক রায়ের সাথে।
২১/ চারিদিকে রটে যায় আমাদের আগমন সংবাদ।ভাইয়ার পাড়া থেকে ছুটে এলেন মেজদার প্রিয় বন্ধু শ্রীপদ ভট্টাচার্য। যার সাথে বন্ধুসম্পর্ক নয় আত্মার সম্পর্ক। অনেকেই আসেন আমাদের পরিবারের সঙ্গে দেখা করতে। একেক জনের কাছে শোনা যায় প্রিয় হারানোর বেদনাবিধুর কাহিনী।
২২/ নিজের ভিটেয় ঘরের চিহ্ন নেই। বড় খুঁটি দিয়ে ঘরের চাল দাঁড়িয়ে আছে। ঘরের মেঝে উঁই পোকার ঢিবি। ভিটের উপর খাট, আলনা, বিচ্ছিন্নভাবে পড়ে আছে। যেদিকে তাকান যায় শূন্য আর শূন্য। উঁই ঢিবির উপর ছড়িয় ছিটিয়ে আছে কাঠের টেবিল (টেবিল চেয়ারের খন্ডাংশ), ছেঁড়া কাপড়, টুকরো কাগজ, কাঁচের বাসনের টুকরো, ঘরের জিনিস পত্রের খন্ডাংশ।

আমাদের দেখে পোষা কুকুরগুলো কাছে এল। বড়দা ‘লু’বলে ডাকতেই বড় কুকুরটি কাছে এসে ঘে়ঁষে। এক সময় দেখা যায় ‘লু’ এর দু’চোখ বেয়ে পানির ধারা বয়ে চলেছে। এ অবস্থা দেখে বড়দা ও মায়ের চোখেও নেমে আসে জলধারা। কোথা থেকে দৌড়ে পোষা ছাগল সোমী এল। সোমবার জন্মেছিল বলে মা এই ছাগলের নাম রেখেছিলেন সোমী। সোমী ছাড়াও ধলী, লালী, কালী, মঙ্গলী, শুক্করীসহ বিভিন্ন নামের ছাগল ছিল। সুন্দরী নামের একটি বিড়ালও ছিল।

মা বিরাট একটি সংসার রেখে বাসা থেকে বেরিয়েছিলেন। সংসারে মানুষের সংখ্যা কম হলেও গৃহপালিত জীবের সংখ্যা প্রচুর ছিল। নয়টি ছাগল, পাঁচটি কুকুর, বিশটি হাঁস, তিন জোড়া কবুতর, তেরটি বিড়াল, ছয়টি মুরগী এবং একটি বানর। ১৯৭০ সালে পাকিস্তান চলে যাওয়ার সময় এ পরিবারের এক সদস্য লেবু নামের বানরটিকে রঞ্জু শর্মাকে দিয়ে যায়। পরে বানরটির শেষ আশ্রয় হয় মেজদার কাছে। একদিন মেজদা রসিকতা নিয়ে বলেন, ” হায়, হায়, লেবু সব তেঁতুল খেয়ে ফেলেছে।” গাছের তে়ঁতুল একটার পর একটা বানরের খাওয়া দেখে মেজদা অর্থাৎ আমাদের সকলের প্রিয় অঞ্জন দা বলেছিলেন। ১৯৭১ এর মার্চ মাসে অসুস্থ হয়ে লেবু মারা যায়।

২৩/ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে শুরু আমাদের নতুন জীবন যাত্রা। মাথা গোঁজার লড়াই, ভাতের লড়াই, পোশাকের লড়াই, টিকে থাকার লড়াই। জীবনে অনেক দূর যেতে হবে। তাই থেমে থাকলে চলবে না। জীবন বাঁচানোর তাগিদে সংগ্রামমুখর জীবনের লড়াই শুরু হয়।

যখনই মুক্তযুদ্ধকালীন কোনো ঘটনার কথা মনে হয় তখনই নস্টালজিক হয়ে উঠি। চোখের সামনে ভেসে উঠে এ রকম হাজারো স্মৃতি। বিশেষভাবে শরণার্থী শিবিরে থাকা সিলেটের লেখিকা তাপসী চক্রবর্তী লিপি’র চমৎকার শব্দের নিখুঁত ব্যবহারে প্রতিদিনের নামচাকে এতো জীবন্তভাবে উপস্থাপন করেছেন, যা পড়ে আমার কাছে মনে হয়েছে আমিও সে সময় তাপসীদিদের সঙ্গেই দশ এগারো মাস প্রবাস জীবন কাটিয়েছি।
তাপসী চক্রবর্তী লিপি তাঁর হৃদয় নিংড়ানো অনভূতিগুলি এত নিখুঁত লিখনশৈলীতে চিত্রিত করেছেন আমাদের জন্য, যা এক কথায় অসাধারণ।

যারা শরণার্থীদের কষ্টকর জীবনাখ্যান নিয়ে রচিত ‘অন্যরকম যুদ্ধ’ নামক মূল্যবান গ্রন্থটি এখনো পড়তে পারেন নি, তাদের প্রতি আমার সানুগ্রহ অনুরোধ আপনাদের তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করতে অবশ্যই গ্রন্থটি পড়ার চেষ্টা করবেন।

তাপসী চক্রবর্তী লিপি’র এই মহা মূলবান বইটি, প্রতি বছর ফেব্রুয়ারির বইমেলায় থাকা উচিত বলে আমি মনে করি। কিভাবে বাংলাদেশ নামক দেশটির সৃষ্টি হলো তা “অন্যরকম যুদ্ধ” নামক গ্রন্থটি বর্তমান প্রজন্ম পড়লে কিছুটা হলেও অবহিত ও উপকৃত হতে পারবেন। আমি কথাশিল্পী’র সুখ, শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

লেখক—

মো: আফতাব আনোয়ার
আর্টিস্ট (অবসরপ্রাপ্ত) 
বিআরডিবি, ঢাকা-১২১৫