মহাসড়কের ভেঙে যাওয়া রাস্তা পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান কাদির - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 6 June 2020
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কের ভেঙে যাওয়া রাস্তা পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান কাদির

Link Copied!

চুনারুঘাট প্রতিনিধি :  টানা দুই তিন দিনের বৃষ্টিতে  ঢাকা সিলেট পুরাতন হাইওয়ে  সড়ক ও জনপথের আওতাধীন মহাসড়ক এ  বিভিন্ন স্থানে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে আজ সরজমিন এ পরির্দশন করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর স্থানে সড়কের পাশের মাটি সরে ক্ষতিগ্রস্ত হয়েছে মূল সড়ক।

ফলে, যাত্রায় বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে এ রুটের যাত্রীদের  । এ সময়  উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়  সড়ক  ও জনপদের জেলা ও বিভাগীয় কর্মকর্তা মহোদয় সাথে কথা বলেন দ্রুত মেরামতের জন্য বলেন ।  এ সময় সাথে ছিলেন  চন্ডি চা বাগানের ম্যানেজার রফিকুল ইসলাম,   সড়ক ও জনপদের এস ডি জৌতিষ গোস্বামী  , উপজেলা প্রকৌশলী এর সার্ভেয়ার আবুল কালাম,  প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম,  বাগান কর্মকর্তা সোহেল আহমেদ সাংবাদিক নূর উদ্দিন।