মহান মে দিবস উপলক্ষে শ্রমিক র্যালি করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন । রবিবার (১মে ) দুপুরে জেলা প্রশাসনের নিমতলা মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা,অগ্রনী ব্যাংকের সিনিয়র অফিসার শাহ জয়নাল আবেদীন রাসেলসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসনের হলরুমে শ্রমিক নেতৃবৃন্দদের নিয়ে মহান মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ঐদিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিকশেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

ছবি : মহান মে দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর উদ্যোগ ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে এবং আইএলও-র ছয়টি কোর কনভেনশনসহ ২৯টি কনভেনশন অনুসমর্থন করে। এটি একটি বিরল ঘটনা এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের অধিকার রক্ষায় এক অনন্যস্বীকৃতি।