রুবেল, মাধবপুর : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেজুড়া দিশারী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যেগে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪’ডিসেম্বর) বিকাল ৩ টা থেকে ইয়াছিন হায়দার এবং ইলিয়াছ হাসানের সঞ্চালনায় ও বেজুড়া গ্রামবাসির সার্বিক সহযোগীতায় বেজুড়া শাহী ঈদগাহ মাঠে অনুষ্টান শুরু হয়।
অনুষ্টানে সভাপতিত্ব করেন বেজুড়া মসজিদের ইমাম আঃ মালেক সাহেব, সহ-সভাপতি ইমাম আব্দুল বাসেত ও মুজাহিদুল ইসলাম। অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ মাহমুদ হোসেন, হাজী মোঃ সুলেমান হোসেন, হাজী মোম আসাদ উল্লাহ, হাজী মোঃ মহিবুল্লাহ, হাজী আলী আজম জজ মিয়া, বিশিষ্ট সমাজ সেবক ও জগদীশপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাসুদ খাঁন, ফরিদ হোসেন সহ আর অনেকে।
উক্ত সাংস্কিতিক অনুষ্ঠনে বিভিন্ন স্থান থেকে ছোট বড় নানা শিল্পীরা নানা প্রকার ইসলামীক সংগীত পরিবেশন করেন। শিল্পীদের মধ্য মোহাম্মদ বদরুজ্জামান, আমিনুল ইসলাম, আবু রায়হান, আহামাদ আব্দুল্লাহ, কিশোর শিল্পি হোসাইন আদনান, মাহফুজ আলম শিশু শিল্পী আহনাফ খালিদ, ফজলে এলাহী সাকিব, রিফাত রহমান সহ আরো অনেকে।