মদীনা। যমুনা। মোদক। ওরিয়েন্টাল ফার্মেসীতে জরিমানা-দৈনিক আমার হবিগঞ্জ..
ঢাকাMonday , 4 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মদীনা। যমুনা। মোদক। ওরিয়েন্টাল-হবিগঞ্জে প্রতিষ্ঠিত ফার্মেসীগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে জরিমানা

Link Copied!

বিশেষ প্রতিনিধি ॥ মেয়াদোত্তীর্ণ ঔষধ, মাস্ক,গ্লাভস, পিপিই উচ্চমুল্যে বিক্রি করার অপরাধে হবিগঞ্জ শহরের চারটি প্রতিষ্ঠিত ও সুপরিচিত ফার্মেসীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার সকাল ১০ টায় হবিগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ্র সিংহা ও হবিগঞ্জ জেলা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মদীনা ফার্মেসীকে ৩০ হাজার, যমুনা ফার্মেসীকে ২০ হাজার, মোদক ফার্মেসীকে ২০ হাজার ও ওরিয়েন্টাল ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং চৌধুরী বাজার এলাকার মা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। করোনায় ভাইরাসে লকডাউনে বাজার মনিটরিং অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ঔষধ ধরা পড়ে।


অনুসন্ধানে জানা যায়, ঢাকার ইসলামপুর-বাবুবাজার এলাকার খোলা বাজার থেকে গোপনে ক্রয় করে নিজস্ব ভাবে প্রক্রিয়াজাত করে প্রস্তুত কারকের সীল ছাড়া ঔষধ বিক্রি করে আসছিল হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার ফার্মেসী পাড়ায়। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ নিম্নমানের ঔষধ ও চিকিৎসা দ্রব্য সামগ্রী বিক্রি করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল বলে অনেক অভিযোগ পাওয়া যায়। হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ্র সিনহা জানান, মেয়াদোত্তীর্ণ ও প্রস্তুতকারকের সীল ছাড়া এবং সুরক্ষা সামগ্রী মাস্ক, গ্লাভস ক্রয় দামের চেয়ে চড়াও দামে বিক্রি করার দ্বায়ে তাদের জরিমানা করা হয়। করোনা ভাইরাসে বাজার মনিটরিং করতে এ অভিযান অব্যাহত থাকবে।

জরিমানা বিষয়ে মদিনা ফার্মেসীর সত্বাধিকারী মোঃ লাভলু মিয়া জানান, আমাদের জরিমানা করা হয়েছে ঠিকই তবে, দোকানে পরিত্যাক্ত অংশে মেয়াদোত্তীর্ণ ঔষধগুলো রাখা হয়েছিল। আমরা খুবই উন্নত সেবা দেয়ার চেষ্টা করে থাকি।

এ ব্যাপারে মোদক ফামের্সীর পক্ষ থেকে জানানো হয়, আমাদের স্টোরে সর্বমোট প্রায় ১৩ হাজার আইটেম আছে। এর মধ্যে মাত্র ৪টি আইটেম দূর্ঘটনাবশতঃ ৩০ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ার পর কোন এক কর্ণারে রেখে দেওয়া হয়েছিল। এই ৪টি আইটেমের মূল্য কোনক্রমেই ৪০০ টাকার বেশী নয়। মোদক ফামের্সীর সবগুলো প্রতিষ্ঠান অত্যন্ত উন্নত মানের ঔষধ সরবরাহ করে থাকে। ৪০০ টাকা মূল্যের এই মেয়াদোত্তীর্ণ ঔষধগুলো কোনোভাবেই কারো কাছে বিক্রি করার উদ্দেশ্যে রাখা ছিল না। আমরা হবিগঞ্জবাসীর কাছে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আজিজুর রহমান শামীম বলেন, ওষুধ তৈরির সময় লেবেলে ওষুধের উৎপাদন তারিখ, এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ এবং ওষুধটি কিভাবে সংরক্ষণ করতে হবে তা লিখে দেয়া হয়। ওষুধ উক্ত মেয়াদ পর্যন্ত ভালো থাকবে কেবল তখনই যখন সেটা লেবেলে উল্লেখিত সংরক্ষণের নির্দেশ মেনে সংরক্ষণ করা হয়। আর তা না হলে মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই এর গুনাগুণ নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং, ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখের পাশাপাশি সঠিকভাবে সংরক্ষণ করা জরুরী। ওষুধের মেয়াদ শেষ হলে এর কার্যকারিতা কমে যায়, ফলে প্রত্যাশিত ফলাফল পাওয়া নাও যেতে পারে। বিশেষ করে যারা ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হার্টের কোন অসুখ ইত্যাদি জটিল রোগে ভুগছেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবন তাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই, ওষুধ সংরক্ষণের নিয়ম মেনে চলা এবং ওষুধের স্টক নিয়মিত চেক করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাছাই করে কাম্পানিকে ফেরত দেয়া বা ধ্বংস করে দেয়ার উদ্দেশে আলাদা জায়গায় সংরক্ষণ করা প্রত্যেক ফার্মেসির জন্য খুব গুরুত্বপূর্ণ।