মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘুরতে গিয়ে সবুজ মিয়া (২২)নামে এক মোটরসাইকেল আরোহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন। সে লাখাই উপজেলার বামৈ পশ্চিম গ্রামের ফজল হক মিয়ার ছেলে। মঙ্গলবার (১৫অক্টোবর) মৌলভীবাজার সাতগাঁও চা বাগান সংলগ্ন ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
সুত্রে জানাযায়, ঐদিন নিহত সবুজসহ ৭/৮ জন যু্বক তাদের গ্রামের বাড়ি বামৈ এলাকা থেকে মটর সাইকেল যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘুরতে যান, পরে সাতগাঁও চা বাগান সংলগ্ন ব্রিজ এলাকায় গেলে সবুজদের মটর সাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে, এসময় সবুজ ও মটর সাইকেল চালক মেহেদি ঘটনাস্থলে আহত হন| পরে সঙ্গীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার প্রতিমধ্যে সবুজ মারা যান| অন্যদিকে চালক মেহেদিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা লিটন, তিনি জানান, বুধবার (১৬অক্টোবর) সকাল ৯টায় নামাজে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।