ভ্যাপসা গরমের সঙ্গী এখন লোডশেডিং; অতিষ্ঠ বানিয়াচংবাসী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 10 August 2020
আজকের সর্বশেষ সবখবর

ভ্যাপসা গরমের সঙ্গী এখন লোডশেডিং; অতিষ্ঠ বানিয়াচংবাসী

অনলাইন এডিটর
August 10, 2020 5:03 pm
Link Copied!

ছবি: অনলাইন থেকে নেয়া।

 

তাপস হোম,বানিয়াচং : বানিয়াচঙ্গে লোডশেডিংয়ের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকেনা। প্রতিকার চেয়ে কোন ফল না পেয়ে এলাকাবাসী হতাশ হয়ে পড়েছে। দেখার যেন কেউ নাই। সবাই নির্বিকার। বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেড়ে যাওয়ায় একটা ভ্যাপসা ভাব, হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। আর এর মধ্যেই চলছে ঘন ঘন লোডশেডিং।

বানিয়াচঙ্গের এক বাসিন্দা জানান, বাড়িতে বয়স্ক রোগী আছে।একদিকে অত্যাধিক গরম অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ের ভেলকিবাজিতে সকলের অবস্থা নাজেহাল।

অনলাইন ভিত্তিক সেবাদানকারী এক কম্পিউটার দোকানের মালিক জানান, লোডশেডিংয়ের জন্য অনলাইন সেবা দিতে পারিনা। তাই দোকান বেশিরভাগ সময়ই বন্ধ রাখতে হয় ফলে সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছি।

অনলাইন ভিত্তিক পেইজ “লোডশেডিংমুক্ত বানিয়াচং চাই” এর এডমিন বলেন, বানিয়াচং পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের ইচ্ছে মত বিদ্যুৎ আসা যাওয়া করে। বিভিন্নভাবে প্রতিকারের চেষ্টা করেও ব্যর্থ হয়ে সবাই আজ নীরব দর্শক হয়ে গেছে।

ঘন ঘন লোডশেডিংয়ের ব্যাপারে জানতে বানিয়াচং পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএমকে মোবাইল করলে তিনি বিদ্যুতের লোডশেডিং স্বীকার করতে নারাজ। তিনি বলেন ৩৩ কেভি লাইনের মেরামতের জন্য নির্দিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়।