তৃতীয় ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ এবং লাখাইয়ে জয়ী প্রার্থীদের কাছে ভোটে হেরে জামানত হারিয়েছেন ৮ উপজেলা চেয়ারম্যান প্রার্থী।
জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ আশিকুর রহমান আশিক (কন্ঠ শিল্পী আশিক), তিনি পেয়েছেন ২ হাজার ৮’শ ২২ ভোট। বিএনপি নেতা মোঃ মহিবুল ইসলাম শাহিন, তিনি পেয়েছেন ১০ হাজার ২’শত ১৭ ভোট। মোঃ ওয়াসিম উদ্দিন, তিনি পেয়েছেন ৩ হাজার ৪’শত ৫৬ ভোট। এবং চৌধুরী নিয়াজ মাহমুদ, তিনি পেয়েছেন ৪ হাজার ৫’শত ৫ ভোট।
শায়েস্তাগঞ্জ উপজেলায় ২’শত ৬৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী জাপা নেতা রকিব আহমেদ। একই উপজেলায় ৩’শ ১১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুরুজ আলী। লাখাইয়ে ৭ হাজার ৪৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইকরামুল মজিদ চৌধুরী এবং ৬ হাজার ৯’শ ৪৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম।
বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সর্বমোট প্রদত্ত ভোটের আট ভাগের এক অংশের সমান ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত বলে গণ্য হতে পারে। প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ এবং লাখাই উপজেলা পরিষদ নির্বাচন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়।