তারেক হাবিব, হবিগঞ্জ ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর অভিযানে শহরের হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন ফার্মেসীতে নিন্ম মানের ঔষধ, ড্রাগ লাইসেন্স না থাকাসহ ঔষধের মেয়াদ উত্তির্ণ থাকায় জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল বুধবার সকালে হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে জেলা পুলিশের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তির্ণ ও ড্রাগ লাইসেন্স না থাকায় তরুণ ড্রাগ সেন্টারকে ৪ হাজার টাকা, মুন্নি ফার্মের্সীকে ১০ হাজার টাকা, আজাদ ফার্মাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, ফার্মেসী গুলোকে যথাযথ ভাবে সংশোধনের জন্য ৭ দিনের সময় দেয়া হয়েছে। এর মধ্যে সংশোধন না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবেও বলে জানান তিনি।